শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বেতন বন্ধ সাত মাস, হতাশায় অভয়নগর উপজেলা কমিউনিটি ক্লিনিকের কর্মীরা

স্টাফ রিপোর্টার :
গত সাত মাস ধরে যশোরের অভয়নগর উপজেলার ২৬ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি/স্বাস্থ্যকর্মী) বেতন-ভাতা বন্ধ রয়েছে। কবে পাবেন তারও নেই কোনো নিশ্চয়তা। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে হতাশার মধ্যে মানবেতর জীবন যাপন করছেন তারা।
উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানাস্তরের জটিলতায় বেতন-ভাতা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬টি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে ২৬ জন কর্মরত আছেন। তারা অসহায় গরিবের চিকিৎসা, গর্ভবতী ও প্রসূতি, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ইপিআই, কিশোর-কিশোরী ও নববিবাহিতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। কিন্তু ২০২৪ সালের জুলাই মাস থেকে তাদের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. কামরুজ্জামান বলেন, ‘সাত মাস ধরে বেতন-ভাতা বন্ধ। ধারদেনা করে পরিবার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাতে হচ্ছে। সমস্যা দুই দপ্তরের। তাহলে আমাদের বেতন-ভাতা দিতে সরকার কেনো সমস্যা করছেন।’
সুন্দলী ইউনিয়নের আড়পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অর্ধেন্দু বৈরাগী বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে গত সাত ধরে বেতন-ভাতা পাচ্ছিনা। চরম হতাশার মধ্যে রয়েছি। কারণ এই চাকরির ওপর নির্ভর করে আমার সংসার চলে। দ্রুত বেতন-ভাতা না দিলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে।’
এ ব্যাপারে সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আলীমুর রাজিব বলেন, ‘কমিউনিটি বেজ্ড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্লানের আওতায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) তাদের বেতন-ভাতা পেয়েছেন। বর্তমান সরকার উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানাস্তরের চেষ্টা করছেন। তাদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা যায় এই জটিলতার সমাধান দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। কর্মরত ২৬ জন স্বাস্থ্যকর্মী তাদের বকেয়া বেতন-ভাতা বুঝে পাবেন।’



Our Like Page