শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

নওয়াপাড়া নদী বন্দরে জাহাজে অভিযান, দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
নৌযান ও নৌপথে নিরাপত্তাসহ শৃঙ্খলা ফেরাতে যশোরের অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দরের ভৈরব নদে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। পাঁচ ঘন্টায় ৪১টি জাহাজে অভিযান চালিয়ে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা মিনিট পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তরের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ অভিযান পরিচালনা করেন। আর এ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন রুপসা স্টেশন খুলনা ও নৌপুলিশের চৌকশ দল।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ‘নৌপথে শৃঙ্খলা ফেরাতে ও লাইটার জাহাজের সংকট বন্ধে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু করা হয়। ভৈরব সেতু সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে অভিযান চালানো হয়। এসময় ১২ টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২টি জাহাজে দুই লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। শৃঙ্খলা ফেরাতে সব ধরণের নৌপথে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন, খুলনা নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম, খুলনা নৌপুলিশের এসআই রণজিত কুমার সেন প্রমুখ।



Our Like Page