সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

অভিভাবকহীন শিশু কাদের’র নিরাপত্তা ও নিরাপদ হেফাজতের আবেদন

গাজী হাবিব, সাতক্ষীরা:

সাতক্ষীরায় ঘুরে বেড়ানো অভিভাবকহীন শিশু আব্দুল কাদেরের নিরাপত্তা ও নিরাপদ হেফাজতের আবেদন করা হয়েছে। 

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান এই আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আব্দুল কাদের খুলনা জেলার বাঁশতলা এলাকার রিয়াজ আলী ও খাদিজা খাতুন দম্পতির ছেলে। তার চাচার নাম শহিদুল এবং মামার নাম কুরবান ও মফিজুল। সে গত ২২ ফেব্রুয়ারি রাতে গুনাকরকাটি ওরছ/মাহফিলে ভিক্ষা করছিল। তার মাধ্যমে জানা যায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গুচ্ছ গ্রামের শহিদুলের ছেলে আহাদ তাকে নিয়ে এসে ভিক্ষাবৃত্তি করায়। এলাকার লোকজনের সন্দেহ হলে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা শিশু আব্দুল কাদের সম্পর্কে আইননুগ কোন তথ্য দিতে না পারলে ওখান থেকে কৌশলে কয়েক জনের সহায়তায় চলে যায়।

শিশু আব্দুল কাদের সম্পর্কে  মাদারবাড়িয়া (শ‌ওকত মাস্টারের মোড়- প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে রিয়াদ (আশাশুনি প্রাণিসম্পদ অফিসে চাকরি করেন ০১৭১৬ ৬৬৪৭৬১) ঘটনাটি জানে। একই গ্রামের পলাশ ওরফে বাদশা ও আছাফুর (০১৭৩৮০৪০০৬৩) (এই দুই ভাই আগে প্রবাসে ছিল এখন ঢাকাতে ব্যাগের কারখানা আছে) অবগত করে প্রতিবেশি ডাব বিক্রেতা সুজনের কাছে রাখে (অজিয়ারের ছেলে নাইম ০১৭৪৬ ৬৬৫১০৮ প্রথমে এই শিশু আব্দুল কাদেরকে চিহ্নিত করে) এবং আপাতত তার কাছেই আছে।

আবেদনে আরো বলা হয়েছে, শিশু আব্দুল কাদেরের মাতা (খাদিজা) তার চাচার (শহিদুল) সাথে নিরোদ্দেশ। গত আড়াই মাস আগে (শিশুর ভাষ্যমতে) আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গুচ্ছ গ্রামের (এস‌এস ও টিটি ভাটার পাশে) শহিদুল এর ছেলে আহাদ, (রিয়াজ বোনের জামাই) নিয়ে আসে।

এসব কারন উল্লেখ করে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান শিশু আব্দুল কাদেরকে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু সদনে (বালক) রাখার সুব্যবস্থা ও প্রকৃত অভিভাবক চিহ্নিত করে তাকে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।



Our Like Page