মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শা, বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লক্ষ তেষট্টি হাজার ছয়শত আশি টাকা মূল্যের অবৈধ পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, পাতার বিড়ি, পান মসলা, মটর পার্টস, কিটক্যাট চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (৪ মার্চ) বিজিবি ব্যাটালিয়ন টহলদল শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং ব্যাটালিয়ন সদর’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, পাতার বিড়ি, পান মসলা, মটর পার্টস, কিটক্যাট চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের *মূল্য ১,০৫,৬৩,৬৮০/-(এক কোটি পাঁচ লক্ষ তেষট্টি হাজার ছয়শত আশি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।