স্টাফ রিপোর্টার :
ঈদ আসলে যেন সক্রিয় হয়ে ওঠে নারী চোর চক্র। এমনই এক নারী চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যা- এলাকায় রওশনারা বেগম নামে এক গৃহিণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় তাদেরকে আটক করা হয়।
আটক ৩ নারী হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাংলা (দক্ষিণ একসরা) গ্রামের আজগর শানার স্ত্রী আসমা বেগম (৫০), একই গ্রামের মো. আব্দুর রউফের স্ত্রী টুনি বেগম (৪০) ও মো. হাসানের স্ত্রী কনিকা বেগম।
ভুুক্তভোগী রওশনারা বেগম বলেন, আমার স্বামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে ‘যশোর ফিড’ নামে একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। ঈদের বাজার করার জন্য শনিবার দুপুরে আমার মেয়ে লামিয়া (১০), ছেলে আব্দুল্লাহ (৪) ও ভাইয়ের স্ত্রী রুবাইয়া আক্তারকে সঙ্গে নিয়ে নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যা-ে পৌঁছায়। মহাসড়কের পাশে নূর জাহান মেডিসিন কর্ণারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৩ নারী আমার কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ৬ হাজার ৫০০ টাকা চুরি করে। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পথচারী ও ব্যবসায়ীরা ৩ নারীকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নারী চোর চক্রের ৩ সদস্যের কাছ থেকে ৬ হাজার টাকা উদ্ধার করে এবং তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ৩ নারী টাকা চুরির বিষয় অস্বীকার করে বলেন, নওয়াপাড়ায় ঘুরতে এসে বিপদে পড়েছি। ৬ হাজার টাকা উদ্ধার ও তাদের নামে খুলনা সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানায় পৃথক চুরির মামলা রয়েছে বিষয়ে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান তারা।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় ৩ নারী চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে রওশনারা বেগম নামে এক গৃহিণী বাদী হয়ে টাকা চুরির মামলা দায়ের করেছেন। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানায় চুরির পৃথক মামলা রয়েছে। এরা ঈদ বাজারের সক্রিয় নারী চোর চক্র। এদের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’