মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল পোর্টথানার সীমান্তবর্তী মানিকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব-৬ সদস্যরা।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মিনাজুল ইসলামের ছেলে সবুজ হোসেন মুন্না (২৯)।
বুধবার (২৬ মার্চ) ভোরে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মিনাজুল এর বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে।
তাৎক্ষণিক সময়ে উক্ত বাড়িতে পৌছালে একজন ব্যক্তি কৌশলে বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা উক্ত বাড়ি ঘেরাও পূর্বক আসামিকে গ্রেফতার করে।
উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিকে তল্লাশী ও জিজ্ঞাসাবাদে তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে উক্ত বাড়ির পেছনের উত্তর পূর্ব পাশে পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো মোট ৯৬ (ছিয়ানব্বই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য মূল্য আনুমানিক ১৯,২০,০০০/- (উনিশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র)।
যশোর র্যাব-৬, কোম্পানি অধিনায়ক রাসেল জানান,আসামি সবুজ হোসেন মুন্না যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল।গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর সহ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।