ডেক্স রিপোর্ট :
যশোরের অভয়নগরের রাজঘাট জাফরপুর দারুল মাকাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজ শুক্রবার (২৮ মার্চ) ২৭ রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী, জাফরপুর দারুন মাকাম জামে মসজিদ সাবেক সভাপতি, এসএম শওকত আলী, গাজী টিভি ডিজিটাল এন্ড মাল্টিমিডিয়া বিভাগীয় প্রধান মাহমুদ সোহেল,জোবায়ের আলম রনি, আব্দুল্লাহ আল মাসুম, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইয়াসিন মোল্লা প্রমুখ,
আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ এর আদর্শ মেনে চলা ও নীতি আদর্শ ধারণ করে তরুণ ও শিশুদের মাঝে এই আদর্শ ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন বলে জানান বক্তারা। সেই সাথে বর্তমান শিশুরা যেন শিক্ষকদের শ্রদ্ধা করে, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, সর্বোপরি জ্ঞান অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ” সেই জন্য এই উদ্যোগ বলে জানান।