শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

ভোমরায় আবারো টাস্কফোর্স’র অভিযান

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেটে আবারো টাস্কফোর্স’র অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুই ব্যবসায়ীকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে সাতক্ষীরা ব্যাটেলিয়ান (৩৩ বিজিবি) এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত রাত ৯ টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে বিজিবি জানতে পারে জাহাংগীর মার্কেটে কতিপয় অসাধু ব্যবসায়ী শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী এবং খাদ্য সামগ্রী বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থলবন্দর সংলগ্ন জাহাংগীর মার্কেটে বিজিবি এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ আহমেদ’র সাথে ০৫ জন এবং বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের সাথে ২০ জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক জানান, অভিযান পরিচালনাকালে টাস্কফোর্স দল জাহাংগীর মার্কেটের মেসার্স নিউ মোল্লা সু এবং রূপসজ্জা ভ্যারাইটি ষ্টোরে অভিযান পরিচালনা করে ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী ও খাদ্য সামগ্রী উদ্ধার করে। তাছাড়া দোকান মালিকগণ উক্ত মালামালের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মেসার্স নিউ মোল্লা সু এর মালিক মোঃ আমজাদ হোসেনকে ১০ হাজার টাকা এবং রূপসজ্জা ভ্যারাইটি স্টোরের মালিক মোঃ মিজানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়



Our Like Page