দক্ষিণ বাংলা ডেস্কঃ
যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নে অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে উন্মুক্ত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
এই মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে রোগী দেখেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল অফিসার ও ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ডাঃ এস এম মাহমুদুর রহমান রিজভী। এছাড়া আয়োজিত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠিতা মোঃ মেহেদী হাসান রুদ্র, আল মামুন গাজী,বেদভিটা উন্নয়ন সংঘের শেখর, আজমল, জসিম, আঁখি, লিটন ও ডোনার ক্লাবের আকাশ, সাইফ, মমিন, আলামিন, ইমদাদ সহ আরও অনেকে।
উল্লেখ্য যে “ব” দ্বীপের বেদভিটা মানুষের নিকটবর্তী কোন চিকিৎসা সেবা কেন্দ্র বা পল্লী চিকিৎসক’রও ব্যবস্থা নাই। যার পরিপ্রেক্ষিতে বেদভিটা উন্নয়ন সংঘ’র সার্বিক সহযোগিতায় অভয়নগর ব্লাড ডোনার ক্লাব দিনব্যাপী চিকিৎসা সেবার কার্যক্রম করে।