রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
বেনাপোলের পল্লীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে প্রতিপক্ষরা বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে আনিছুরের দোকানের সামনে হামলা ও নির্মমভাবে পিটিয়ে আহতবস্থায় ফেলে রেখেগেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। শনিবার (১০ মে-২০২৫) বেলা ১২টার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে সে স্ত্রী ও ১ মেয়ে সন্তান রেখেগেছে।
নিহত সুমন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর পূর্বে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখে সুমন হোসেন। উভয়েই বিএনপি কর্মী হওয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতিমধ্যে তাদের বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে সোজাসাফটা জানিয়ে দেই। অবশেষে শুক্রবার (৯মে-২০২৫) বিকেল ৬টার সময় মশিয়ার গংদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের তাগিদ দেই। একপর্যায়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শেষে সুমন চলে আসে এবং গ্রাম্য বাজার‘ আনিছুরের দোকানে এসে বসে। কিছুক্ষণ পর প্রতিপক্ষ মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের ছেলেরা এসে আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র লাঠিসোটা ও ইট দিয়ে তার উপর অতর্কিত হামলা ও শারিরিক নির্যাতন চালায় তারা।

একপর্যায়ে মৃত ভেবে তাকে ফেলে রেখেগেলে গ্রামবাসী উদ্ধার করে এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারনে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে রেফার্ড করা হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টার সময় মায়ার দুনিয়া ছেড়ে শেষ নিশ্বাশ ত্যাগ করে সুমন।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া। তিনি জানান, তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। তবে, এ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামী আটক করা হবে।  



Our Like Page