মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে দুর্বৃত্তের দেওয়া অগ্নিসংযোগে পেট্রল-ডিজেলের দোকান পুড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৮ মে) সকাল ৯টার দিকে মনিরামপুর পৌর এলাকার তাহেরপুর আকরাম মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে।
ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলাম মনু বলেন, সকাল ৯টার দিকে আমার ভাতিজা ইসমাইল হোসেন দোকান খোলে। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে চড়ে অজ্ঞাত দুই ব্যক্তি দোকানের সামনে এসে হাফ লিটার পেট্রোল চায়। ইসমাইল তাদের মোটরবাইকে পেট্রোল দেয়া হয়। এরপর তারা পেট্রোলের টাকা না দিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে পেট্রোলের কন্টেইনারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে সমস্ত দোকানে রক্ষিত পেট্রোল, ডিজেল, অকটেনের কন্টেইনার ও গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় সমস্ত দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি দাবি করেন, আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার দাহ্য পদার্থ ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
এদিকে, আগুনের খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু আগুন নেভানোর আগেই দোকানে রক্ষিত পেট্রোল, ডিজেল অকটেন, গ্যাস ও অন্যান্য মালামাল, ফার্নিচার, ইলেক্ট্রিক ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জামাদি, বিসিআইসি ডিলার শেখ ট্রেডার্সের খাতাপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেওয়ার সময় দোকানদার ইসমাইল দোকান থেকে দ্রুত বের হয়ে দৌড় দিয়ে প্রাণে রক্ষা পান।
মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মাদ গাজী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।