শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

বেনাপোল স্থলবন্দর পরিদর্শণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র-সচিব

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল :
বেনাপোল স্থলবন্দর পরিদর্শণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র-সচিব ইউসুপ আলী। শনিবার (২৪ মে ) বেলা সাড়ে ১১ টার সময় তিনি বেনাপোল বন্দরের কার্গো টার্মিনালের সামনে পৌঁছালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী নাজিব হাসান জানিয়েছেন, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন এলাকা পরির্দশণসহ শ্রমিক ও বন্দরের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মত-বিনিময় করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক, উপ-সচিব (ট্রাফিক) শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, রাশেদুল সজীব, সহকারি পরিচালক রতন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ সভাপতি তবিবুর রহমানসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

তবে, কি কারণে তিনি বেনাপোল বন্দর পরির্দশণ ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে বৈঠক করেছেন তা সাংবাদিক প্রবেশে অধিকার না দেওয়ায় এবং বন্দর কর্তৃপক্ষ কর্তৃক অজ্ঞাত কারণে সাংবাদিকদের সাথে গোপনীয়তা অবলম্বন করায় তা জানা সম্ভব হয়নি। এনিয়ে বন্দর কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।



Our Like Page