স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে পুলিশ কর্তৃক এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে সন্ত্রাস ও চাঁদাবাজী প্রতিরোধে “মিল কলকারখানা মালিক ও ব্যবসায়ীদের সাথে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে যশোর জেলা ট্রাক ট্যাংলরী মালিক সমিতির সভাকক্ষে অভয়নগর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর আলম সিদ্দকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগ, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব গণি সরদার।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আলহাজ্ব রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোবারক হোসেন সরদার, সাধারণ সম্পাদক আলী হায়দার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ সহ সভাপতি এস এম মুজিবুর রহমান, পল্লি মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ এস এম খায়রুল বাশার, নওয়াপাড়া হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিপু, নওয়াপাড়া কাপড় সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।