সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

অভয়নগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর জখম

বিশেষ প্রতিনিধি-
অভয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর যখম। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকালে রাজঘাট গাজীপুর নতুন বাজার নামক স্থানে। আহতরা হলেন গাজিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলী আকবর শেখ (৩৫) ও একই এলাকার সেকেন্দার আলী সরদার এর ছেলে লিটন সরদার (৩৪) হামলাকারী মুস্তাক আহমেদ (৪০) ওই গ্রামের মৃত গফর গাজীর ছেলে।
জিয়াউর রহমান বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মুস্তাক আহমেদ, মমিন গাজী, লিটন গাজী, নাজমুল হুুদা রাাজু, ফসলিয়া গাজী, ফিরোজ গাজী সহ অজ্ঞাত ৪-৫ জন মিলে আমার ছোট ভাই আলী আকবর শেখ ও ফুফাতো ভাই লিটন কে হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। তাদের দুই জনকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। চলে যাওয়ার সময় হামলাকারীরা আমার ভাই আলী আকবর শেখ এর নিকট গাছ কেনার নগদ ২লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত ডাক্তার শোভন বিশ্বাস জানান, বিকালে গুরুতর জখম দুইজন রোগীকে হাসপাতালে নিয়ে আসে। রোগীর চিকিৎসা চলাকালীন সময় শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম ঘটনার সত্যতা শিকার করে বলেন এঘটনায় আহতদের পক্ষ থেকে এখোন কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page