বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
এক নজরে :
অভয়নগরে তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত তরিকুল ইসলাম নেতা কর্মীদের কাছে ছিলেন একজন মহান নেতা – মফিকুল হাসান তৃপ্তি বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদাহে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ তম মৃত্যু বার্ষিকী পালিত নিজামপুরে বিএনপির বর্ষীয়ান নেতা সাহাজান আলি আলালের ইন্তেকাল -জানাজায় শোকের ছায়া না ফেরার দেশে চলে গেলেন শার্শার উলাশীর বিএনপির কর্মী আব্দুল ওহাব যশোরে ডিবির অভিযানে ৩৫০০ পিচ ইয়াবাসহ আটক-১ যশোরের ৫টি আসনে বিএনপির যারা মনোনয়ন পেলেন ৮৮ যশোর ৪ আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুব যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন পেয়ে আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার আহবান তৃপ্তির

যশোরে বিজিবির অভিযানে ঝুমঝুমপুর এলাকা থেকে ১২ পিচ স্বর্ণোবারসহ আটক-১

স্টাফ রিপোর্টার :
যশোর ঝুমঝুমপুর এলাকা হতে ১ জন আসামীসহ ১.৩৯৭ কেজি ওজনের ১২ পিচ স্বর্ণেবারসহ একচোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন,ঢাকা জেলার কোতায়ালী থানার শাখারী বাজার গ্রামের মধুসূদন রায়ের ছেলে লিটন রায় (৫০)।সোমবার ( ২ জুন) সকাল সাগে আটটার সময় যশোর (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা হতে ১ জন আসামীসহ ১.৩৯৭ কেজি ওজনের ১২ টি স্বর্ণের বার আটক করে আটককৃত ব্যক্তির জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-ঝিনাইদাহ হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদাহ গমন করছিল।

আটককৃত স্বর্ণের সিজার মূল্য ২,০৩,৫১,৪৯৬/-(দুই কোটি তিন লক্ষ একান্ন হাজার চারশত ছিয়ানব্বই) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান,দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।



Our Like Page