মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
টানা ১০ দিন ঈদ ছুটি শেষে আজ থেকে আবারো শুরু হয়েছে বেনাপোল -পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য। ঈদ ছুটির কারনে গত ০৬ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্ধ ছিল দুই দেশের মধ্যে আমদানি,রফতানি বাণিজ্য।
রোববার সকাল থেকে বিভিন্ন ধরনের আমদানি,রফতানি পণ্য নিয়ে ট্রাক চালকেরা বন্দরে প্রবেশ করছে। রেল পথেও পণ্য পরিবহন শুরু হয়েছে।
বেনাপোল বন্দরের উপরিচারক মামুন কবির তরফদার জানান, দুপুর ২ টা পর্যন্ত ১২৮ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ভারতীয় ট্রাক এসেছে বেনাপোল বন্দরে। বাংলাদেশি ৩৯ ট্রাক পণ্য রফতানি হয়েছে ভারতে।
এদিকে বন্দর সচল হওয়ায় কর্মব্যস্ততা ফিরেছে বাণিজ্যিক সংশিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীদের মধ্যে। শ্রমিকরাও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে পণ্য খালাসে।