শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক (১১৫৫ ও ১১৫৯) ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে দুই প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ ও ইসরাইল গাজীর উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার আবু মুছা।

ঘোষিত তফসিলে জানানো হয়, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৯) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট।

তফসিল অনুযায়ী জানা যায়, ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জুলাই খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি শুনানী, ১৬ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ জুলাই মনোনয়ন পত্র দাখিল, ২০ জুলাই মনোনয়নপত্র যাছাই-বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২১ জুলাই প্রার্থীদের আপিল আবেদন ও আপিলের উপর শুনানী, ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৩ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৯)এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. আবু মুছা ও মো. আসাদুল ইসলাম এবং ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৫) এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান ইসরাইল গাজী। এই ইউনিয়নের সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, পরিতোষ কুমার ঘোষ ও আবু হাসান।

এছাড়া, দুই নির্বাচন কমিশনার কার্যালয়ের অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জলিলুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. লুৎফুর রহমান মন্টু ও আব্দুস সবুর।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার তা করতে আমরা বদ্ধপরিকর। সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তফসিল ঘোষনার সময় নির্বাচন কমিশনসহ দুই শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Our Like Page