যশোর প্রতিনিধি:
যশোরে টানা বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। যশোর পাওয়ারহাউজ বাবলাতলা রোড শহরে প্রবেশের অন্যতম ব্যস্ত সড়ক, কিন্তু একটু বৃষ্টি হলেই জেনো বেহাল দশার পরিচয় মেলে। শহরের বিভিন্ন এলাকা, বিশেষ করে নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এর প্রধান কারণ হলো অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা এবং ড্রেনেজ লাইনে ময়লা জমে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হওয়া।
ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও অব্যবস্থাপনার কারণে এই গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যায় প্রায়ই। যানবাহন চলাচলে তৈরি হয় বিশৃঙ্খলা, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
যশোরবাসীর প্রশ্ন — জলাবদ্ধতার এই সংকট কবে কাটবে?