যশোর প্রতিনিধি:
যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে শারমিন আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শারমিন আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
জানাগেছে বড় ভাইয়ের হাসুয়ার কোপে বোন নিহত হয়। শারমিন (৩৫), স্বামী: শিমুল হোসেন, সাং: সুজলপুর, ইউ: আরবপুর, থানা: কোতোয়ালী, জেলা: যশোর। জনৈক সাহারুল ইসলাম এর বাসার ভাড়াটিয়া। অদ্য ২৩/০৭/২৫ আনুমানিক ১১:১৫ ঘটিকায় পারিবারিক কলহের জেরে ভিকটিমের আপন বড় ভাই বিবাদী খোকন (৪৫) পিতা, কাসেম, মোল্লা ভিকটিমের স্বামীকে হাসুয়া দ্বারা মারতে গেলে ভিকটিম ঠেকাতে গেলে হাসুয়ার কোপে ভিকটিম রক্তাক্ত যখম প্রাপ্ত হয়। বাড়ির লোকজন ভিকটিম কে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। ভিকটিম অত্র হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে তৃতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।