স্টাফ রিপোর্টার :
অভয়নগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৪ জুলাই সন্ধায় নওয়াপাড়া বাজারে অভয়নগর প্রেস ক্লাবের সভা কক্ষে ক্লাবের সভাপতি সৈয়দ রিপন এর সভাপতিত্বে ওই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অভয়নগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, সহ-সভাপতি আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক কামাল হোসেন খাঁন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার জীবন, সদস্য মশিউর রহমান, তৈহদুর রহমান প্রমুখ।
উক্ত মাসিক সভার শুরুতে নওয়াপাড়া বাজারের সনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের সুফলা ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় তিব্র নিন্দা জানানোর পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সাথে প্রেসক্লাবের সকল সদস্যদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করবার আহবান করা হয়।