মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে শ্রমিক ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মুসল্লিদের জন্য নির্মিত একটি বিলাসবহুল নতুন মসজিদ ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সরোয়ার আলম।
স্থলবন্দরের ১ নম্বর গোডাউনের অভ্যন্তরে নির্মিত এই ‘আল্লাহর ঘর’ মসজিদটি প্রথম দিনেই শত শত মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজের মাধ্যমে চালু হয়। নামাজ শেষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদটি নির্মাণ সম্পর্কে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামিম হোসেন জানান, “এই বন্দরে পূর্বে একটি জরাজীর্ণ ও অবহেলিত মসজিদ ছিল। শ্রমিকদের নামাজ আদায়ে অসুবিধা হতো। তাই শ্রমিকদের কষ্ট লাঘবে শীতাতপ নিয়ন্ত্রিত একটি নতুন বিলাসবহুল মসজিদ নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণ করা হবে।
হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, “এই মসজিদ ছিল আমাদের শ্রমিকদের বহুদিনের স্বপ্ন। আজ তা বাস্তবে রূপ নিয়েছে। এখন আমাদের আরেকটি বড় স্বপ্ন হলো একটি হাসপাতাল নির্মাণ। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত এই স্থলবন্দরে শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হোক।
মসজিদের নির্মাণ ব্যয় সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য না জানালেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিক কল্যাণ ও ধর্মীয় প্রয়োজন বিবেচনায় মসজিদটি আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে।
জুমার নামাজে অংশগ্রহণ করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সরোয়ার আলম, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামিম হোসেন, উপপরিচালক মোঃ মামুন কবি তরফদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান আলী, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, মসজিদের ইমামসহ স্থানীয় মুসল্লিরা ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।