যশোর প্রতিনিধি:
যশোরে কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। নামাজ শেষে তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বলেন,
“জীবনের শেষপ্রান্তে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই। তবে এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়—এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।”
এ সময় ঢাকার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সিইসি নাসির উদ্দীনসহ মুসল্লিরা অংশ নেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।