স্টাফ রিপোর্টার :
ভবদহ এলাকায় ২১ ভেল্ট স্লুইস গেট এলাকা পরিদর্শন করলেন চায়না ডেলিগেশন টিম। আজ মঙ্গলবার ২৯ জুলাই দুপুরে অভয়নগর থানাধীন ভবদহ এলাকায় চায়না ডেলিগেশন টিম ২১ ভেল্ট স্লুইস গেট এলাকা পরিদর্শনে করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিদেশি নাগরিক চিফ প্ল্যানার সু জহামিং, ডিরেক্টর জেনারেল চেন যংশেং, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হুয়াং হুইয়ং, জেনারেল ম্যানেজার অফফ ইন্তেরনাতিঅনাল কম্পানী জহাং জহিজিয়াং, ডেঙ্গ যুজিয়ে, চেন যিঙিয়ান, ফ্যাং হও, চাই রংরং, সহ জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব পলাশ কুমার ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল, জনাব মোঃ রাজিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জনাব পার্থ প্রতীম শীল, অভয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আলিম, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুগণ সহ প্রমূখ। পরিদর্শন টিম ভবদহ এলাকা পরিদর্শন শেষে শৌলগাতীর উদ্দেশ্য রওনা করেন।