 
						
ইমরনি হোসেন :
বিপ্লবের ধ্বনি নতুন প্রজন্মের কন্ঠে ধারন করে জুলাই নব জাগরনের উদ্দেশ্যে জেলা পরিষদের উদ্যোগে সব প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতা ৩০ জুলাই বুধবার বেলা ১১ টায় অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এক আলোচনা সভা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্ট প্রদর্শন, বৃক্ষ রোপন, কুইজ প্রতিযোগিতা, জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণ স্বাক্ষর কর্মসূচি, পথ নাটক, জুলাই স্মৃতি চারনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী, এম এন সাকিব, সালেহা সুলতানা উষা, আশা লতা, সোহানুর রহমান সোহাগ, সদস্য জাহিদ হোসেন ইমন মনির হাসান, মেহেদী হাসান, শিক্ষার্থী মেহেদী হাসান, ফয়সাল আহমেদ, হাসিবুর রহমান, মোল্লা মো. ফেরদৌস, সাজিদুল মল্লিক, সাইফুল ইসলাম, সিয়াম হোসেন, এহসানুল হক পৌর ছাত্র দলের আহবায়ক আসাদুজ্জামান ইমন প্রমুখ।