শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

মানবিক উদ্যোগে বন্যার্তদের পাশে শার্শা যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে তিনি সরেজমিনে বন্যাকবলিত বসতপুর ২নং কলোনী শরীফপুর, বাঘাডাঙ্গা, মহিষাকুড়া, টেংরা ও ৩নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় শত শত ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

এ সময় কবির হোসেন পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

যুবদল নেতা কবির হোসেন বলেন, মানুষ আজ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আমরা রাজনীতি করি জনগণের জন্য—তাদের পাশে দাঁড়াতে, তাদের কষ্ট ভাগ করে নিতে। আমি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আছি। বিএনপি কখনো জনগণকে একা ফেলে যায়নি, এবারও যাবে না।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতিবছর বর্ষা মৌসুমে তারা একই দুর্ভোগে পড়েন। কিন্তু কার্যকর পদক্ষেপের অভাবে সমস্যার সমাধান হয় না। এবারের বন্যা আগের চেয়ে ভয়াবহ আকার ধারণ করায় দ্রুত সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

পরিদর্শনকালে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদ হোসেন, বাগআঁচড়া ডাক্তার আপিল উদ্দিন ডিগ্রী কলেজের আহ্বায়ক মো. মহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনসহ যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভারতীয় পানিতে শার্শার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।



Our Like Page