স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে জেসমিন নামে এক নারীকে হত্যার চেষ্টার অভিযোগে মিজানুর রহমান (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর গভীর রাতে নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে এ ঘটনা ঘটে। গভীর রাতে ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে হামলাকারী। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে জেসমিনের মুখ, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায়ে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় জেসমিনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের চাচা হারুন কাজী বাদী হয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই গোবিন্দ কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমানকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।