মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে আটক করেছে পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার সামটা গ্রামের মৃত হারান মোড়লের ছেলে নজরুল ইসলাম।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জিআর পরোয়ানাভুক্ত একজন আসামি এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন সামটা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত একজনকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান,গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।