মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর অঞ্চলের লক্ষণপুর বাজার শাখার কার্যক্রম নতুন ভবনে শুভ উদ্বোধন করা হয়েছে। শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে অবস্থিত নতুন ভবনে শাখার কার্যক্রম ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিকেবি, খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আবু হাশেম মিয়া।
এর আগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে কৃষি ব্যাংকের গ্রাহক সেবা ও আর্থিক স্বাক্ষরতা বিষয়ক আলোচনা সভা স্থানীয় নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, সকাল ১১ টার সময় কৃষি ব্যাংক লক্ষণপুর বাজার শাখার ব্যবস্থাপক পলাশ কুমার ঘোষ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি, খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) এনায়েত করিম, যশোরের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা জনাব এস,এম, শামীম রেজা ও আঞ্চলিক কার্যালয়ের এজিএম, আল মামুন-অর-রশিদ,শার্শা শাখার ম্যানেজার, আমিনুল ইসলাম, সাড়াতলা স্কুলের প্রধান শিক্ষক, আব্দুল আলিম, উক্ত অনুষ্ঠানে শাখার গ্রাহক-শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিজামপুর স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষি ব্যাংকের গ্রাহক সেবার মানোন্নয়নে বর্তমান আধুনিক ব্যাংকিং কার্যক্রম, আর্থিক স্বাক্ষরতা বিষয়ক কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণসহ ব্যাংকের বিভিন্ন ধরণের সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। পাশাপাশি গ্রাহকরাও তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং চাওয়ার কথা প্রধান অতিথির সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি যশোর অঞ্চলের প্রধান (ডিজিএম), এনায়েত করিম কৃষি ব্যাংকের myBKB App চালু ও অনলাইন ব্যাংকিং লেনদেনে সতর্কতা বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। কৃষি ব্যাংক লক্ষণপুর বাজার শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক কার্যালয়, যশোর এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মুহাম্মদ বনী আমীন।