রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

অভয়নগরে হুইল চেয়ার পেতে প্রতিবন্ধী বৃদ্ধ গফ্ফার সরদারের আকুতি

স্টাফ রিপোর্টার :
এক যুগ আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ গফ্ফার সরদার একজন শারীরিক প্রতিবন্ধী। হাত-পা ভাঙ্গা ৭৫ বছর বয়সি এই বৃদ্ধ স্ক্র্যাচ নিয়েই করেন চলাচল। সেই স্ক্র্যাচ এখন তাঁর কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার পেতে সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রতিবন্ধী গফ্ফার সরদার যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মধ্যপাড়ার মৃত মান্দার সরদারের ছেলে। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেখা হলে বৃদ্ধ গফ্ফার সরদার বলেন, প্রায় ১২ বছর আগে নওয়াপাড়া থেকে ধোপাদী যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে শরীরের একপাশ বিকল হয়ে যায়। দারিদ্রতার কারণে ঠিকমত চিকিৎসা করাতে পারিনি। তখন থেকেই স্ক্র্যাচ দিয়ে চলাচল করতে হয়। বসতবাড়ি ছাড়া এখন আর কিছুই নেই। দুই ছেলে থাকতেও নেই। ভিক্ষার আয় দিয়ে আমাদের স্বামী-স্ত্রীর সংসার চলে।
তিনি আরো বলেন, আমি ও আমার স্ত্রী রিনা খাতুন দুজনেই অসুস্থ। এখন আর স্ক্র্যাচ ব্যবহার করে চলাচল করতে পারিনা, খুব কষ্ট হয়। একটি হুইল চেয়ার থাকলে চলাচলে সুবিধা হতো, কষ্টও কম হতো। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট একটি হুইল চেয়ার পাওয়ার জন্য অনুরোধ করছি। চলাচল উপযোগী একটি হুইল চেয়ার পেলে সারাজীবন তার কাছে কৃতজ্ঞ থাকতাম।
হুইল চেয়ারসহ যেকোনো সহযোগিতা করতে যোগাযোগ করুন প্রতিবন্ধী বৃদ্ধ গফ্ফার সরদারের স্ত্রী রিনা খাতুন-০১৯৭৫-৮৫৬৫০০।



Our Like Page