শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
এক নজরে :
বাগআঁচড়ায় উঠান বৈঠক করলেন মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান দিয়ে বিদায় রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি চালু সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামাত একটা রাজনৈতিক দল ” কনো ইসলামিক দল নয়” বললেন বিএপির নেতা নুরুজ্জামান লিটন সাতক্ষীরার কুশখালীতে চৌকিদারের নেতৃত্বে মহিলা মেম্বরের বাড়িতে হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাট বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের বিভিন্ন অবৈধ মালামালসহ আটক-২ নাশকতার মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য ও আ. লীগ নেতা রউফ মোল্যা গ্রেপ্তার প্রায় ২ শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু আহত ২

দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেলো দ্বিতীয় চালানে ১৮.৭৯ মেঃ টন ইলিশ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ভারতে ইলিশ রপ্তানি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানে ১৮ দশমিক ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে।

এর আগে গত মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল। ফলে দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে মোট ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হলো।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার কর্তৃক অনুমোদিত ১ হাজার ২০০ মেট্রিক টনের মধ্যে এখন পর্যন্ত এ পথ দিয়ে ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা বলেন, প্রতিটি চালান স্বাস্থ্য ও আন্তর্জাতিক মানদন্ড নিশ্চিত করে পরীক্ষা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে এ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

বেনাপোল বন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার রপ্তানিকৃত ইলিশের মধ্যে মেসার্স সততা ফিশ ৩.৮ মেট্রিক টন, মেসার্স প্যাসিফিক সি ফুড ১.৬৩ মেট্রিক টন, মেসার্স এমভি সি ফুড ৪ মেট্রিক টন, মেসার্স তানিশা এন্টারপ্রাইজ ১.৩৬ মেট্রিক টন, মেসার্স এমএপি ইন্টারন্যাশনাল ৩ মেট্রিক টন এবং মেসার্স জেএস এন্টারপ্রাইজ ৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে।

এর আগে মঙ্গলবার রাতে রপ্তানি হওয়া চালানে ছিল সততা ফিশ ৩.৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১.৪ মেট্রিক টন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২.২ মেট্রিক টন, লাকি ট্রেডিং ১৬.৮ মেট্রিক টন এবং স্বর্ণালি এন্টারপ্রাইজের ৪ মেট্রিক টন ইলিশ।
রপ্তানিকৃত এসব ইলিশ ভারতের কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান-ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল আমদানি করছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। দেশের ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ কার্যক্রমে অংশ নিচ্ছে।
অপরদিকে, একইদিন (১৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়েও প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেছে। যশোরের রপ্তানিকারক প্রতিষ্ঠান মোহাতাব অ্যান্ড সন্স এ চালান রপ্তানি করে। আমদানিকারক প্রতিষ্ঠান ছিল ভারতের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস।



Our Like Page