রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিপর্যয়, বিশেষজ্ঞ দল আসছে

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে শুরু হওয়া এ বিপর্যয়ে একযোগে শহর ও গ্রামীণ জনজীবনে অচলাবস্থা তৈরি হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের আর্থিক ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

ওজোপাডিকো সাতক্ষীরা শাখার নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন বলেন- ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। খুলনা থেকে বিশেষ টিম আসছে, তারা কাজ শুরু করলে বিকেলের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিক ধারণা জানাতে গিয়ে বলেন, ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেলার জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। শহরের ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ও অফিস-আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত মানুষকে ধৈর্য ধরতে হবে। তবে হাসপাতালসহ জরুরি সেবার জন্য বিকল্প বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।



Our Like Page