শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
এক নজরে :
নওয়াপাড়া মটরশ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন : সভাপতি রবিউল হোসেন-সম্পাদক জিয়াউর রহমান বাগআঁচড়ায় উঠান বৈঠক করলেন মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান দিয়ে বিদায় রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি চালু সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামাত একটা রাজনৈতিক দল ” কনো ইসলামিক দল নয়” বললেন বিএপির নেতা নুরুজ্জামান লিটন সাতক্ষীরার কুশখালীতে চৌকিদারের নেতৃত্বে মহিলা মেম্বরের বাড়িতে হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাট বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের বিভিন্ন অবৈধ মালামালসহ আটক-২ নাশকতার মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য ও আ. লীগ নেতা রউফ মোল্যা গ্রেপ্তার প্রায় ২ শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি

যশোর বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

মোঃ মাসুদুর রহমান শেখ জেলা প্রতিনিধিঃ
যশোর কোতোয়ালি থানাধীন নড়াইল মহাসড়ক বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটককৃত ভারতীয় নাগরিক উত্তম হালদার (৩৯), পিতা-জীবন হালদার, গ্রাম ও পোস্ট-পুরাতন বনগাঁ, সাত ভাই কালিতলা, কুটিপাড়া, থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিশ পরগনা।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি যশোরের কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদ এবং ১টি মোবাইলসহ এক ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মদগুলো পাওয়া যায়।

আটককৃত ভারতীয় নাগরিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারতে থেকে যশোর হয়ে ঢাকা পাচার করার উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মাদকদ্রব্য এবং চোরাকারবারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।



Our Like Page