মাসুদ মাহাতাব, ঢাকা:
টানা এক রাতের বৃষ্টিতে রাজধানী ঢাকার চিত্র যেন ডুবে যাওয়া শহর। সোমবার ভোর থেকে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর—সবাই পড়েছে চরম দুর্ভোগে।
যাত্রাবাড়ী,মতিঝিল, শাঁখারীবাজার, মিরপুর, মালিবাগ, শান্তিনগর, রাজারবাগসহ বহু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় মানুষকে পায়ে হেঁটে বা রিকশায় চড়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
শাহীন নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা সকালে মতিঝিল এলাকায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রতিদিনই মতিঝিলে আসতে হয়, কিন্তু বৃষ্টি হলেই অফিসে পৌঁছানো দুঃস্বপ্ন হয়ে যায়। আজও এক ঘণ্টার পথ তিন ঘণ্টায় এসেছি। কাপড় ভিজে গেছে, কাগজপত্রও নষ্ট হয়ে গেছে।”
অন্যদিকে শান্তিনগর থেকে অফিসগামী শিউলি আক্তার জানান,
“সকাল থেকে বাস পাচ্ছিলাম না। শেষমেশ রিকশায় উঠলাম, কিন্তু অর্ধেক পথ রিকশাও পানিতে বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে পানি কেটে হেঁটেই যেতে হলো।”
শুধু অফিসগামী নয়, স্কুলগামী শিশুরাও ভোগান্তির শিকার হয়েছে। মালিবাগে দাঁড়িয়ে থাকা নবম শ্রেণির শিক্ষার্থী রাকিব বলে,
“বই খাতা সব ভিজে গেছে। বাসায় ফেরত চলে যাচ্ছি, আজ আর স্কুলে যাওয়া হবে না।”
দিনমজুরদের কষ্ট যেন আরও বেশি। মতিঝিলের ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা রাজমিস্ত্রি কালাম মিয়া বলেন,
“ভোর থেকে কাজে বের হয়েছি। কিন্তু রাস্তা ডুবে থাকায় সাইটে যেতে পারছি না। কাজ না করলে আজকের খাবারও জুটবে না।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতায় পুরো শহর জলাবদ্ধতায় তলিয়ে যায়। প্রতি বছর একই দৃশ্যের পুনরাবৃত্তি হলেও কোনো সমাধান দেখা যায় না।
রাজধানীর ব্যস্ততম ব্যবসায়িক এলাকা মতিঝিল কার্যত পানিবন্দি হয়ে পড়ায় অফিস-আদালতের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
নগরবাসীর আক্ষেপ—ঢাকা উন্নত শহরের স্বপ্ন দেখালেও বাস্তবে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় এ নগর।