শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
এক নজরে :
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন নওয়াপাড়া মটরশ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন : সভাপতি রবিউল হোসেন-সম্পাদক জিয়াউর রহমান বাগআঁচড়ায় উঠান বৈঠক করলেন মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান দিয়ে বিদায় রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি চালু সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামাত একটা রাজনৈতিক দল ” কনো ইসলামিক দল নয়” বললেন বিএপির নেতা নুরুজ্জামান লিটন সাতক্ষীরার কুশখালীতে চৌকিদারের নেতৃত্বে মহিলা মেম্বরের বাড়িতে হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাট

নওয়াপাড়া মটরশ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন : সভাপতি রবিউল হোসেন-সম্পাদক জিয়াউর রহমান

মনির হোসেন ইমরান:
অভয়নগরে ‘যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’র ত্রী বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারা রাত গণনা শেষে শনিবার সকাল ১০ টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ৪ হাজার ৭২০ ভোট পেয়ে চশমা প্রতীকের মো. রবিউল হোসেন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের এস এম রফিকুজ্জামান টুলু পেয়েছেন ১ হাজার ২৮২ ভোট। বাতিল ভোট ১৮১টি। কার্যকরী সভাপতি পদে কলস প্রতীকের মো. আমিন মোল্যা ৩ হাজার ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটম প্রতিদ্বন্দ্বি টায়ার প্রতীকের মো. হাবিবুর রহমান পেয়েছেন ২ হাজার ৪০৩ ভোট। বাতিল ভোট ৩১৪টি।
সহ-সভাপতি পদে টুপি প্রতীকে এইচ এম মহসিন ৩ হাজার ৭৩৫ ভোট, ডাব প্রতীকে মো. বাকীউজ্জামান রানা ৩ হাজার ১১ ভোট, টিউবওয়েল প্রতীকে মাহামুদ কবির ২ হাজার ৯৪৫ ভোট, চাঁদ প্রতীকে মো. আবুল কাশেম ২ হাজার ৮২১ ভোট ও জগ প্রতীকে মো. বিল্লাল হাওলাদার ২ হাজার ৭৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাতিল ভোট ১৪৮টি।
সাধারণ সম্পাদক পদে তরবারী প্রতীকের মো. জিয়াউর রহমান ২ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটমত প্রতিদ্বন্দ্বি প্রজাপতি প্রতীকের মো. রাজু আহম্মেদ পেয়েছেন ২ হাজার ২৬ ভোট। বাতিল ভোট ১৯৭টি। যুগ্ম সম্পাদক পদে মটরসাইকেল প্রতীকে রুহুল আমিন পাটোয়ারী ২ হাজার ৭২১ ভোট ও রুই মাছ প্রতীকে মো. ফারুক শেখ ২ হাজার ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাতিল ভোট ৭০টি।
সহ-সাধারণ সম্পাদক পদে বেবিটেক্সি প্রতীকে মো. আসাদুল ইসলাম লিটন ২ হাজার ৯৮৫ ভোট, টেবিলল্যাম্প প্রতীকে মো. সম্্রাট হোসেন বাবু ২ হাজার ৯২৪ ভোট, কেটলি প্রতীকে মো. মিজানুর রহমান ২ হাজার ৭০৩ ভোট, হরিণ প্রতীকে মো. সোহরাব গাজী ২ হাজার ৫৫৯ ভোট ও দোয়েলপাখি প্রতীকের মো. নুর শেখ ২ হাজার ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাতিল ভোট ১২৯টি। সাংগঠনিক সম্পাদক পদে দোয়াতকলম প্রতীকে মানিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে প্রাইভেটকার প্রতীক আব্দুর রশিদ মনা ও কোষাধ্যক্ষ পদে ফুটবল প্রতীকে আবুল কালাম আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আইন বিষয়ক সম্পাদক পদে টেবিলফ্যান প্রতীকের মো. আব্দুল্লাহ আল হাকিম ৪ হাজার ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটমত প্রতিদ্বন্দ্বি ঘুড়ি প্রতীকের মো. ইকরাম হোসেন পেয়েছেন ১ হাজার ৫০৭ ভোট। বাতিল ভোট ৪০৪টি। প্রচার সম্পাদক পদে হাঁস প্রতীকে বাদশা সরদার, দপ্তর সম্পাদক পদে আপেল প্রতীকে রেজাউল হোসেন রানা এবং শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীকে লিটন মোল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক পদে ব্যাট-বল প্রতীকের মো. সিরাজুল ইসলাম ৩ হাজার ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটমত প্রতিদ্বন্দ্বি স্ট্যারিং হুইল প্রতীকের মো. শহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৮০ ভোট। বাতিল ভোট ৩৮০টি। লাইন সম্পাদক পদে মোরগ প্রতীকে মো. বাবু শেখ ৩ হাজার ৪১২ ভোট ও বাস প্রতীকে মামুনুর রহমান ২ হাজার ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাতিল ভোট ২২৮টি।
কার্যনির্বাহী সদস্য পদে মাইক প্রতীকে মো. আশরাফ গাজী ২ হাজার ২৩৬ ভোট, বক প্রতীকে মো. ফারুক হোসেন (বাঘা) ২ হাজার ১৯৪ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে মো. মনির শিকদার ২ হাজার ৩৪ ভোট, সেলাইরেঞ্জ প্রতীকে মো. রিজাউল শেখ ২ হাজার ২৪ ভোট, ঘোড়া প্রতীকে মো. আরিফুল ইসলাম ১ হাজার ৯৪৯ ভোট, রেলগাড়ী প্রতীকে মো. বাবুল ইসলাম ১ হাজার ৯৪৮ ভোট, মোবাইল ফোন প্রতীকে মো. কামাল হোসেন মিলন ১ হাজার ৮৯১ ভোট, একতারা প্রতীকে মোহাম্মাদ মজুমদার ১ হাজার ৮৭০ ভোট, তালা প্রতীকে মো. মাহাবুব হোসেন মোল্যা ১ হাজার ৮৬৭ ভোট ও ট্রাক প্রতীকে মো. সুমন রশিদ খাঁন ১ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ৩৫টি পদের জন্য ৬২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ৬ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ২৯ পদের বিপরীতে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৮ হাজার ১৯৯ জন। প্রাপ্ত ভোট ৬ হাজার ১৮৩টি।



Our Like Page