ইমরান হোসেন:
যশোরের অভয়নগরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধে (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী রবিবার। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়, ৫৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি মাদরাসায় আগামী রবিবার ১২ অক্টোবর সকাল থেকে ‘টিসিভি’ টিকাদান কর্মসূচি শুরু করা হবে। বিনামূল্যে ৭০ হাজার ২০জন শিশুকে টিকা দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরা এই টিকা নিতে পারবে। সঙ্গে রেজিস্ট্রেশনও করতে হবে। টিকা নেওয়ার দিন সকালে পেট ভরে খাবার খেয়ে আসতে হবে।
এছাড়া নভেম্বর মাসের শুরু থেকে ছিন্নমূল ও পথশিশুদের এই টিকার আওতায় আনা হবে। ১৫ বছরের অধিক বয়সি যেকোনো ব্যক্তি টিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় এই টিকা নিতে পারবেন। ‘টিসিভি’ টিকাদান উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ের কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আবুল কাশেম, আইসিটি কর্মকর্তা আহসান কবীর, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ফারুক আহমেদ, অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপন, আইসিটি সম্পাদক ইমরান হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, এনজিও প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ।