শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

২০ শতাংশ বাড়ি ভাতা ও তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চ

মাসুদ মাহাতাব, ঢাকা :
২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি, অবস্থান ও অন্যান্য আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল (সোমবার) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন,

“আজ রাতের মধ্যেই যদি প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আমরা লংমার্চসহ চলমান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের আন্দোলন থামবে না।”

তিনি অভিযোগ করেন, রবিবার শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলা হয়েছে, এতে অন্তত পাঁচ শিক্ষক আহত হয়েছেন।

“শিক্ষকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না,” — বলেন আজিজী।

তিনি আরও আহ্বান জানান,

“যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করেছি, সেহেতু সবাই শহিদ মিনারে চলে আসুন। যদি কোনো প্রধান বাধা দেন, তবে ঐক্যবদ্ধভাবে তাকে বাধ্য করুন।”

🔹 বিভিন্ন রাজনৈতিক দলের সংহতি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে নাগরিক ঐক্য, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন,

“শিক্ষক কেন, একজন সাধারণ মানুষকেও রাস্তায় পেটানো যায় না। এ ঘটনা জাতির জন্য কলঙ্ক।”

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান সরকারের প্রতি সতর্ক করে বলেন,

“শিক্ষক আন্দোলন ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দায় নিতে হবে সরকারকেই।”

ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন বলেন,

“দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শিক্ষকরা আর ঘরে ফিরবেন না।”

খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন,

“জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাঠিপেটা আমাদের জন্য লজ্জাজনক।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী দ্রুত তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবিতে মহাসমাবেশে অংশ নেন শিক্ষকরা। কিন্তু পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষকরা শহিদ মিনারে আশ্রয় নিয়ে অবস্থান শুরু করেন এবং সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

সরকারি সাড়া না পেয়ে সোমবার থেকে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছেন।

দেশজুড়ে বেসরকারি শিক্ষকদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।



Our Like Page