 
						
স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি ও সকল অংঙ্গ সংগঠনের যৌথসভা শুক্রবার বিকালে নওয়াপাড়া ইনিস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ  সভায় সভাপত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু,  বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, বক্তব্য রাখেন বিএনপির জাতীয়  নির্বাহী কমিটির সদস্য, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব,জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান,মহামান্য হাইকোর্টের সহকারী এ্যাটনিজেনারেল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নূরে আলম সিদ্দিকী সোহাগ,বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক মোঃ সামসুর রহমান, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি, জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, উপস্থিত ছিলেন অভয়নগর থানা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল,কৃষক দল, মৎস্যজীবি দল, মহিলা দল সহ সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।যৌথ সভায় সভাপতি এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু বলেন সকল এমপি মনোনয়ন প্রত্যাসীদের এক সাথে মিলে মিশে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।