শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টা পর্যন্ত যশোর-কোলকাতা মহাসড়কের নাভারণ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, গত বছরের ৪ এপ্রিল নাভারণের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আনজিলা খাতুনকে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর সময় উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীম অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে। তবে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, “যে শিক্ষক এমন অনৈতিক কাজ করেছেন, তাকে বিদ্যালয়ে রাখলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই আমরা তার স্থায়ী বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ায় শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তা গতবছরের দাবী। সেদিনের সেই ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠণ ও প্রতিবেদন মাউশিতে প্রেরণ করা হয়েছিলো। এতদিন তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। ইতিমধ্যে মাউশি থেকে অস্পস্ট একটি চিঠি উপজেলাতে আসে এবং তাকে বহালের বিষয়ে বলা হয়েছে। তবে চিঠিটি মাউশির কি,না তাতে কিছুটা সন্দেহ থেকে গেছে। তারপরেও কমিটির কাছে শিক্ষক আব্দুল আলীমের বহালের বিষয়টি জানতে চাওয়া হলে জানা যায়, তিনি স্বপদে যোগদান করেছেন মর্মে জানাগেছে। যা নিয়ে শিক্ষার্থীরা পূণরায় তাকে স্থায়ী বরখাস্তের দাবী জানিয়েছে। বিষয়টি নিয়ে আরও বিস্তর দেখে ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page