মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

যশোরের ৫টি আসনে বিএনপির যারা মনোনয়ন পেলেন

দক্ষিণ বাংলা ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের মধ্যে ৫টির মনোনীত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে এক জন নারী ও এক জন তরুণ নেতা রয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন। যশোর ৬ টি আসনের মধ্যে ৫ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে দুইজন নতুন মুখ রয়েছেন। একমাত্র যশোর-৫ মনিরামপুর আসনটিতে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

যশোরের ৫ টি আসনে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, যশোর-১ শার্শা আসনে মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে সাবিরা নাজমুল মুন্নী, যশোর-৩ সদর আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ বাঘারপাড়া, অভয়ননগর-বসুন্দিয়া আসনে প্রকৌশলী টিএস আইয়ূব ও যশোর-৬ কেশবপুর আসনে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।

সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপি মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।



Our Like Page