বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
এক নজরে :
অভয়নগরে তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত তরিকুল ইসলাম নেতা কর্মীদের কাছে ছিলেন একজন মহান নেতা – মফিকুল হাসান তৃপ্তি বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদাহে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ তম মৃত্যু বার্ষিকী পালিত নিজামপুরে বিএনপির বর্ষীয়ান নেতা সাহাজান আলি আলালের ইন্তেকাল -জানাজায় শোকের ছায়া না ফেরার দেশে চলে গেলেন শার্শার উলাশীর বিএনপির কর্মী আব্দুল ওহাব যশোরে ডিবির অভিযানে ৩৫০০ পিচ ইয়াবাসহ আটক-১ যশোরের ৫টি আসনে বিএনপির যারা মনোনয়ন পেলেন ৮৮ যশোর ৪ আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুব যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন পেয়ে আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার আহবান তৃপ্তির

শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদাহে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শার উলাশী ইউনিয়ন এর কন্যাদাহের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় যশোর ৩ আসনের মনোনয়ন প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ও শার্শা ১ আসনের মনোনয়ন প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি সহ বিএপির সকল মনোনয়ন প্রার্থীদের জন্য বিশেষ ভাবে দোয়া কামনা করা হয়।

উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও আব্দুল ওহাবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন, কন্যাদাহ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, উলাশী ইউনিয়ন এর মহিলা মেম্বার সুমি খাতুন, উলাশী ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মোঃ আশানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনসহ রামেরডাঙ্গা ও কন্যাদাহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েই তরিকুল ইসলাম অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলে বিএনপির রাজনীতি চালিয়ে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই ও তরিকুল ইসলামের মানুষের প্রতি ভালোবাসার শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত করান কন্যাদাহ গ্রামের জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রাকিব হোসেন।



Our Like Page