শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারাদেশে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর: মাধ্যমিক শিক্ষার বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত মাধ্যমিক শাখার সকল পদায়ন স্থগিত রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সারাদেশে একযোগে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

“মাধ্যমিক শিক্ষক পরিবার” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এম.পি.ওভুক্ত মাধ্যমিক স্তরের শিক্ষকগণ অংশ নেন।
চট্টগ্রাম মহানগরীতেও কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী শিক্ষকদের দাবি নিয়ে বলেন, “আমার বাবা একজন এমপিওভুক্ত প্রধান শিক্ষক ছিলেন। তাই শিক্ষকগণের দুর্দশার কথা আমি জানি। দ্রুতই এই স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করব।”

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় ও জেলা সমন্বয়কগণ।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকসমাজ শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষাব্যবস্থার সমতা ও সংস্কারের আহ্বান জানিয়েছেন।



Our Like Page