শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে গ্যালারিতে বাংলাদেশি ক্রিকেট ভক্ত হামলার শিকার

দক্ষিণ বাংলা ডেস্ক:
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে গ্যালারিতে প্রথম দিনে কানপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো। ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের টাইগার রবি। নিরাপত্তাকর্মীরা তাকে নিকটস্থ রিজেন্সি হাসপাতালে নিয়ে গেছে বলে গণমাধ্যমের খবর। যদিও কোনও ধরনের হামলা হওয়ার কথা অস্বীকার করেছেন পুলিশ।

শুক্রবার ম্যাচ চলাকালে হঠাৎ গ্যালারিতে হৈ-হুল্লোড় শোনা যায়। তারপর বাংলাদেশি ক্রিকেট ভক্ত টাইগার রবিকে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায়। তিনি দাবি করেন, তার পিঠে ও তলপেটে আঘাত করা হয়েছে।
নিরাপত্তাকর্মীরা দ্রুত জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেন। কাঁপতে কাঁপতে রবি স্পোর্টস্টারকে বলেন, ‘তারা আমার পিঠে ও তলপেটে আঘাত করেছে, আমি নিশ্বাস নিতে পারছি না।’

সংবাদ সংস্থা পিটিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন রবি। কথাও বলতে কষ্ট হচ্ছিল তারা। হাত দিয়ে বোঝাতে চেষ্টা করছিলেন, তার পিঠ ও তলপেটে আঘাত করা হয়েছে। তার দাবি, ভারতীয় সমর্থকরা তাকে মেরেছেন।

স্পোর্টস্টার জানিয়েছে, ভেন্যুতে নিযুক্ত স্থানীয় পুলিশ হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ জানান, সি ব্লকের প্রবেশদ্বারে এক ভক্তকে দেখা যায়, নিশ্বাস নিতে ও কথা বলতে কষ্ট হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, সমর্থকদের সঙ্গে মারামারি নয়, পানিশূন্যতায় এই অবস্থা হয়েছে তার।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে রবি বলেন, খেলা শুরুর পর থেকে তাকে গালাগালি করছিলেন ভারতের সমর্থকরা। নিজেকে নিরাপদ রাখতে বারান্দায় উঠেছিলেন, ‘একজন পুলিশ আমাকে ওই ব্লকের স্ট্যান্ডে না দাঁড়াতে বলেছিল। ভয় পেয়ে সেখানে ছিলাম। তারা সকাল থেকে আমাকে গালি দিচ্ছিল। অনেক বলিউড মুভি দেখেছি, তাই বুঝতে পারছিলাম গালিগুলো।’



Our Like Page