সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে গ্যালারিতে বাংলাদেশি ক্রিকেট ভক্ত হামলার শিকার

দক্ষিণ বাংলা ডেস্ক:
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে গ্যালারিতে প্রথম দিনে কানপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো। ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের টাইগার রবি। নিরাপত্তাকর্মীরা তাকে নিকটস্থ রিজেন্সি হাসপাতালে নিয়ে গেছে বলে গণমাধ্যমের খবর। যদিও কোনও ধরনের হামলা হওয়ার কথা অস্বীকার করেছেন পুলিশ।

শুক্রবার ম্যাচ চলাকালে হঠাৎ গ্যালারিতে হৈ-হুল্লোড় শোনা যায়। তারপর বাংলাদেশি ক্রিকেট ভক্ত টাইগার রবিকে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায়। তিনি দাবি করেন, তার পিঠে ও তলপেটে আঘাত করা হয়েছে।
নিরাপত্তাকর্মীরা দ্রুত জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেন। কাঁপতে কাঁপতে রবি স্পোর্টস্টারকে বলেন, ‘তারা আমার পিঠে ও তলপেটে আঘাত করেছে, আমি নিশ্বাস নিতে পারছি না।’

সংবাদ সংস্থা পিটিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন রবি। কথাও বলতে কষ্ট হচ্ছিল তারা। হাত দিয়ে বোঝাতে চেষ্টা করছিলেন, তার পিঠ ও তলপেটে আঘাত করা হয়েছে। তার দাবি, ভারতীয় সমর্থকরা তাকে মেরেছেন।

স্পোর্টস্টার জানিয়েছে, ভেন্যুতে নিযুক্ত স্থানীয় পুলিশ হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ জানান, সি ব্লকের প্রবেশদ্বারে এক ভক্তকে দেখা যায়, নিশ্বাস নিতে ও কথা বলতে কষ্ট হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, সমর্থকদের সঙ্গে মারামারি নয়, পানিশূন্যতায় এই অবস্থা হয়েছে তার।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে রবি বলেন, খেলা শুরুর পর থেকে তাকে গালাগালি করছিলেন ভারতের সমর্থকরা। নিজেকে নিরাপদ রাখতে বারান্দায় উঠেছিলেন, ‘একজন পুলিশ আমাকে ওই ব্লকের স্ট্যান্ডে না দাঁড়াতে বলেছিল। ভয় পেয়ে সেখানে ছিলাম। তারা সকাল থেকে আমাকে গালি দিচ্ছিল। অনেক বলিউড মুভি দেখেছি, তাই বুঝতে পারছিলাম গালিগুলো।’



Our Like Page