রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

ফুলতলার সেই নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী সৌরভের লাশ উদ্ধার

মোঃ মেহেদী হাসান, ফুলতলা থেকে:
খুলনার ফুলতলায় সেই নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকার (২৬) এর মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর দুপুরে ফুলতলার বেনেপুকুর থেকে সৌরভেে লাশ উদ্ধার করেছে ফুলতলা থানা পুলিশ। পুলিশ বলছে সঠিক ভাবে যাচাই বাছাই না করে বলতে পারছেন না যে এটা সৌরভের লাশ। লাশটি একটি মাছের ঘেরের পাড়ে মাটি দিয়ে চাপা দেওয়া ছিল।
নিহতের পরিবারের দাবি লাশটি সৌরভের। লাশের পরনের কাপড় ও মাজার বেল্ট দেখেই তারা সনাক্ত করেছেন এটা সৌরভের লাশ।
গত ২৪ সেপ্টেম্বর থেকে উপজেলার যুগ্নীপাশা এলাকার ধীমান সরকারের ছেলে সৌরভ সরকার নিখোঁজ ছিলেন। সৌরভ নিখোঁজের ঘটনায় ফুলতলা থানায় একটি জিডি করেছিলেন তার পিতা।
স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকার ফুলতলা বাজারে অবস্থিত সৌরভ জুয়েলার্স এর মালিক ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার পর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন তিনি। পরে ফুলতলা বাজারে যাওয়ার পর আনুমানিক রাত ১০টার পর হতে আর খোঁজ পাওয়া যায় না। তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সাথে থাকা লাল রঙের পালসার মোটরসাইকেলটিও পাওয়া যাচ্ছিল না।
ফুলতলা থানার ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী জানান, আমরা বেনেপুকুর এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছি। ঘের পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় ছিল লাশটি। সেজন্য লাশটি বিকৃত হয়ে পড়েছে। এটা সৌরভের লাশ কি না এখনো বলতে পারছিনা। সঠিক যাচাই বাছাই এর পর বলা যাবে এটা সৌরভ না অন্য কেউ।



Our Like Page