রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

বেনাপোল সীমান্তে  পিস্তল ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, বেনাপোল:
যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে একটি ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।
রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকায় অস্ত্র কেনাবেচা করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালান টি উদ্ধার করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, অস্ত্র, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। আটককৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে জানান তিনি।



Our Like Page