রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা, এনজিও ও সমিতির কিস্তি আদায় বন্ধের আবেদন

স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে জলাবদ্ধতার কারণে এনজিও ও সমিতির কিস্তি আদায় সাময়িক বন্ধ রাখার আবেদন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ আবেদন করেন অভয়নগরের সাধারণ শিক্ষার্থীরা।
আবেদনকারী শিক্ষার্থীরা জানায়, অভয়নগরে ভবদহ অঞ্চলের বিভিন্ন ইউনিয়নের গ্রামসমূহ মারাত্মকভাবে জলাবদ্ধতার শিকার হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। গৃহপালিত পশু ও বিষধর সাপের সঙ্গে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। ভয়াবহ এ পরিস্থিতির মধ্যে বিভিন্ন এনজিও ও সমিতির পক্ষ থেকে মাসিক কিস্তির টাকা আদায় অব্যাহত রাখা হয়েছে। যা জলাবদ্ধ এলাকার পানিবন্দি মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও বেদনার। সবকিছু বিবেচনা করে অভয়নগরে ভবদহ অঞ্চলের গ্রামসমূহে জলাবদ্ধতা নিরসন না হওয়া পর্যন্ত কিস্তি আদায় সাময়িক বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জলাবদ্ধ এলাকায় এনজিও ও সমিতির কিস্তি আদায় সাময়িক বন্ধের একটি আবেদনপত্র পেয়েছি। এনজিও ও সমিতি সংশ্লিষ্ট কাজ উপজেলা সমাজসেবা অফিস দেখভাল করে থাকে। তাই বিষয়টি সুবিবেচনা করার জন্য সমাজসেবা কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।’



Our Like Page