প্রিয়ব্রত ধর :
জলাবন্ধ ভবদহ এলাকার পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম আমডাঙ্গা খাল পরিদর্শন করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা। সোমবার ৭ অক্টোবর বিকাল চারটার দিকে তারা অভয়নগর উপজেলার আমডাঙায় আসেন।
ভবদহবাসীর জলাবদ্ধতা দূরীকরণে আমডাঙ্গা খাল সংষ্কারের উদ্যোগ নেওয়ার জন্য খাল পরিদর্শণ করেন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। এসময় তারা সুইচ গেটের মুখ থেকে নদীর মোহনা পর্যন্ত পায়ে হেটে পরিদর্শণ করেন।
অন্য দিকে মজুমদার রাইচ মিলের সামনে দুটি ব্রিজ ও খালের মুখের ব্রিজ পরিদর্শণ করেন তারা। পরিদর্শণ শেষে ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির এক মতবিনিময় সভা হয়। এ সময় সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, আমাদের আন্দোলন সফলতা পেতে যাচ্ছে আগামী ১০অক্টোবর পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সরাসরি ভবদহ অঞ্চল, ভবদহ সুইচ গেট, আমডাঙ্গা খাল পরিদর্শণ করবে। এসময় ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির সদস্যরা সাথে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির উপদেষ্টা নাজিম উদ্দিন,কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য জিল্রুর রহমান ভিটু, শিব পদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, কানু বিশ্বাস, সাংবাদিক প্রিয়বত ধর,হরিনাথ বিশ্বাস, অলোক কিশ্বাস সহ অনেকেই।