সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
এক নজরে :
বর্ষা এবং জলাবদ্ধতা উপেক্ষা করে পণ্য পাহারা দিচ্ছেন বন্দরের আনসার সদস্যরা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বেনাপোলে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা জুলাই পুনর্জাগরণ উপলক্ষে অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন

মোংলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

মোঃ এনামুল হক , মোংলা প্রতিনিধি :
মোংলায় জেন্ডারবান্ধব ও জলাবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরী ও বাজেট বৃদ্ধি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিএনআরএস এর ইভলভ প্রকল্পের আওতায় গণশুনানি অনুষ্ঠিত হয়।

সিএসও সদস্য সুস্মিতা মন্ডল এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোহাম্মদ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান ।

উন্মুক্ত গণশুনানিতে সুন্দরবনবেষ্টিত এ এলাকায় মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বৃদ্ধি তথা বিশেষ বরাদ্দ প্রদানের জন্য কেন্দ্রিয় সরকারের প্রতি আহবান জানান তার মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে থেকে সাধারণ নাগরিকদের নিয়ে সরকারি সেবা সঠিক ভাবে বন্টন এবং বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা করা জন্য আহ্বান জানান সিএসও এর সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ইশরাত জাহান বলেন মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় সুবিধা বঞ্চিতদের জন্যই, এই দপ্তরে মাতৃত্বকালীন ভাতা সহ সকল ভাতায় কোন উপঢৌকন দিতে হয় না। মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে দূর্নীতি মুক্ত রাখার চেষ্টা করছি, তাই মোংলা উপজেলার সকল নাগরিকদের কাছে তিনি সহযোগিতা কামনা করছেন যাতে প্রকৃত লোকে যাতে সেবা পায় সেই বিষয় ও সকলের সহযোগিতা কামনা করছেন। সিএসও সদস্য চিরানন্দ হাওলাদার এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে হয়।



Our Like Page