দক্ষিণ বাংলা ডেস্ক:
ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, শঙ্খনাদ আর কাঁসরঘণ্টা বাজিয়ে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার থেকে ষষ্ঠী পূজা শুরু হয়।
বৃহস্পতিবার দুর্গাপূজার মহাসপ্তমী। সকালে সারা দেশের মন্দিরে মন্দিরে থাকছে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা। মূলত বৃহস্পতিবার থেকে শুরু হয় দেবী-দর্শন, ভক্তদের অঞ্জলি। সন্ধ্যায় থাকে আরতি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অনুষ্ঠিত হওয়া মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন অভয়নগরের জাতীয়তাবাদী দল বিএনপির নওয়াপাড়া পৌর’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি।
তিনি জলাবদ্ধ ভবদহ অঞ্চলের বানভাসি এলাকাতে উৎযাপিত পূজামণ্ডপ পায়রা, সুন্দলী, ধোপাদী, নওয়াপাড়া, শাপলা চত্বর সংলগ্ন – ধোপাদী মোড়ের ঔ মহাশ্মশান কালিবাড়ী সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সাথে সফরসঙ্গী হিসাবে ছিলে, শাহীন মোল্লা, আলমগীর হোসেন, শাহীন কামাল বাঘা,মামুনুর রশূদী, জাহিদ হাসান, বিপ্লব, আনিসুর রহমান, তাজু বাঘা, লিটন মোল্লা, হীরাসহ অনেকে।