দক্ষিণ বাংলা ডেস্ক:
যশোর বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ৬৪ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের পাসের হার ছিলো ৬৯ দশমিক ৮৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার কমেছে।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ২২ হাজার ৫১১ জন। পাস করেছে ৭৮ হাজার ৭৬৪।
২০২৩ সালে যশোর বোর্ডের জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
মঙ্গলবার বেলা ১১টায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফলের তথ্য জানান। চেয়ারম্যানের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস মোহাম্মদ শাহিন আহমেদ উপস্থিত ছিলেন।
২০২৩ সালে যশোর বোর্ডের পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। ২০২২ সালে এ বোর্ডের পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।