শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

যশোর বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে

দক্ষিণ বাংলা ডেস্ক:
যশোর বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ৬৪ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের পাসের হার ছিলো ৬৯ দশমিক ৮৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার কমেছে।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ২২ হাজার ৫১১ জন। পাস করেছে ৭৮ হাজার ৭৬৪।
২০২৩ সালে যশোর বোর্ডের জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

মঙ্গলবার বেলা ১১টায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফলের তথ্য জানান। চেয়ারম্যানের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস মোহাম্মদ শাহিন আহমেদ উপস্থিত ছিলেন।

২০২৩ সালে যশোর বোর্ডের পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। ২০২২ সালে এ বোর্ডের পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।



Our Like Page