দক্ষিণ বাংলা ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাথে পাট ও বস্ত্র উপদেষ্টার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সাথে ৮ দফা দাবির ভিত্তিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্ট শ্রমিক দলের সাধারণ সম্পাদক খাজা আবুল খায়ের, সহ-সভাপতি ফরাজী মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি মন্ডলীর সদস্য ও সম্পাদক মন্ডলির সদস্যবৃন্দ।
উক্ত সভায় মাননীয় উপদেষ্টা বলেন, আপনাদের দাবির সহিত আমি নীতিগতভাবে একমত তবে গত ১৫ বছর যাবৎ দেশের যে বাস্তব অবস্থা পাট শিল্প বন্ধ হওয়ার পরে আন্তর্জাতিক বিশ্বে সিনথেটিক এর প্রভাব সর্বস্তরে বিদ্যমান বাংলাদেশে পাট শিল্প বন্ধ হওয়ার কারণে সিনথেটিকের ব্যবহার সর্বক্ষেত্রে বিরাজমান করার কারণে দেশের খাল নদী কালভার্ট সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে সেই জন্য বর্তমান সরকার চেষ্টা করছে পাটের ব্যবহার বৃদ্ধি করা যায় কিনা এবং আন্তর্জাতিক বিশ্বে পাট জাত পণ্যের চাহিদা বৃদ্ধি করা যায় কিনা এবং আমরা বর্তমান সময়ে দেশে যে আর্থিক সংকট সৃষ্টি হয়েছে সেটা উত্তরণের জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি আপনাদের এই ন্যায় সঙ্গত দাবী সমূহ আমরা আন্তরিকভাবে বিবেচনা করার চিন্তা ভাবনা করছি এবং আপনাদেরকে ধৈর্য ধরা উচিত কারণ আপনারা জানেন যে এই ১৫ বছর যাবত দেশে শুধু লুটপাট দুর্নীতি চলেছে জনগণের কোন উন্নতি হয় নাই বরং জনগণের অধিকার থেকে বল প্রয়োগ করে বঞ্চিত করা হয়েছে আমরা আন্তরিকভাবে চাই যে আপনাদের ন্যায্য অধিকার এবং ন্যায্য দাবি দাবা আমরা বিবেচনা করবো তবে সবাইকে এই মুহূর্তে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছ পর্যায়ক্রমে, আপনাদের সমস্ত দাবিদাওয়া বিবেচনা করা হবে।